প্রথমবারের মতো অনলাইন মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো অনলাইন মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল রোডের জিতু স্টোর নামে একটি দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে অনলাইন মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫ কেজি ৪শ’ গ্রাম পলিথিন জব্দ এবং চার হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, দেশে প্রথমবারের মত মাঠ পর্যায়ে এই অনলাইন মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে। মডেল প্রকল্প হিসাবে মুন্সীগঞ্জেই প্রথম এই কার্যক্রম শুরু হয়েছে। আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এই আদালত পরিচালনা করবেন। এসময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউন

Leave a Reply