চর সৈয়দপুরে ভূমিকম্পে ভবনের একাংশ সামান্য দেবে গেছে

মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চপট্রি সড়কের চর সৈয়দপুর এলাকার বর্ণালি ফেব্রিক্স লিঃ নামের একটি প্রতিষ্ঠানের লোহার তৈরী প্রায় তৃতল উচ্চ একটি ভবনের একাংশ সামান্য দেবে যায়। তবে কোন হতাহত হয়নি।

তবে বর্ণালি ফেব্রিক্সের মালিক ইঞ্জিনিয়ার এম এ রশীদ দাবি করেন- জাপানের লেটেস্ট প্রযুক্তি দিয়ে এ ভবন তৈরী করা হয়েছে সম্পূর্ণ লোহা দিয়ে। বেশী মাত্রায় ভূমিকম্প হলে এটা কম্পনের সৃষ্টি হবে, সহজে ভাংবেনা। তবে শ্রমিকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে বেশী মাত্রায় কম্পনের ফলে। কিন্তু কোন ক্ষতি হয়নি।

এদিকে অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থাান নেন।

প্রতক্ষ্যদর্শী মালপাড়া বাসিন্দা গৌতম সাহা জানান,যখন ঘড় কাপছে তখন ঘড় থেকে বাইরে চলে আসি। বাড়ির পাশে থাকা পুকুরটিতে চোখ পরতেই দেখি কচুরিপানাসহ পুকুর ভর্তি জল একবার উপরে উঠছে আবার নিচে নামছে। প্রায় ১ মিনিটের কিছু বেশী সময় এ দৃশ্য চোখে পরে। এসময় বাড়ীতে থাকা অনেকেই এ দৃশ্য অবলোকন করে।

বিডিলাইভ

Leave a Reply