মুন্সীগঞ্জ সদরে টিভিতে পাকিস্তান-বাংলাদেশ টি-টুয়েন্টি ম্যাচ দেখার সময় মোবাইল চুরির ঘটনায় এক ক্রিকেট প্রেমিককে রাতভর আটকে রেখে মারধর করে দুর্বৃত্তরা। সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের চিতলীয়া বাজারস্থ টেম্পু ষ্ট্যান্ডে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে পুলিশ ক্রিকেট প্রেমিক যুবক আবুল কালামকে (২৫) উদ্ধার করে।
গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দুর্বৃত্ত শহর আলী, রমিজউদ্দিন, মোক্তার মোল্লা, মিঠু মিয়া ও গনি মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আবুল কালাম একই ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের তমিজউদ্দিনের ছেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার এসআই নুরুল কাদির সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, চিতলীয়া বাজারের টেম্পু ষ্ট্যান্ডে মিসির আলীর দোকানে অসংখ্য ক্রিকেট প্রেমিক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার খেলাটি উপভোগ করে।
খেলা শেষে জয়উল্লাসে আনন্দ মিছিল বের করলে ভীড়ের মধ্যে মোক্তার মোল্লার মোবাইল ফোন সেট চুরি যায়। এতে যুবক আবুল কালামকে মিছিল শেষে চোরের অপবাদ দিয়ে আটকে রেখে মারধর করে।
বাংলা সংবাদ
Leave a Reply