কাজী দীপু: মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকার জমি ব্যবসায়ীর বাড়িতে কাফনের কাপড়সহ দাফন কাজের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে বসতঘরের দরজায় রেখে যাওয়া কাফনের কাপড় আজ সকালে দেখতে পায় পরিবারে লোকজন। কে বা কারা কাফনের কাপড় বসতঘরে দরজায় রেখে গেছে, তা দেখতে পায়নি কেউ।
তবে জমি ব্যবসায়ী মো. স্বপন অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতা নিবির আহমেদ ও তার লোকজন তার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে। এ ঘটনায় আজ দুপুরে থানায় অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।
জমি ব্যবসায়ী মো. স্বপন জানান, ছাত্রলীগ নেতা নিবিরের সঙ্গে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের সম্পত্তি বেচাকেনা নিয়ে বিরোধ দেখা দেয়। এরপর থেকে নিবিরসহ তার লোকজন মোবাইলে হুমকি দিচ্ছে। এরই অংশ হিসেবে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতিসহ অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে।
তিনি জানান, কাফনের কাপড়সহ অন্যান্য সরঞ্জাম থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর থানায় অভিযাগ দাখিলের পক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা নিবির আহমেদ জানান, জমি ব্যবসায়ী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত মো. স্বপনের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। ঘটনা সাজিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানান, জমি ব্যবসায়ী মো. স্বপন এলাকার ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষের অনেক অভিযোগ রয়েছে। এমনকি জমি নিয়ে অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে।
সদর থানা ডিউটি অফিসার এএসআই কামাল হোসেন জানান, কাফনের কাপড় পাঠানো ঘটনায় অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply