শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দিককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে জমকালো এ সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ানম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইউএনও রওনক আফরোজ সুমা, দুই ভাইস চেয়ারম্যান এ.কে.এম. আবুল কাশেম ও হেলেনা ইয়াসমিন।
মো. মাহাব উদ্দিন সরকারের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন ও সংবর্ধনা আহবায়ক মো. সাহাবউদ্দিন বাদল। জেলা প্রশাসক ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ চেয়াম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী এ সংবর্ধনার আয়োজন করে।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply