সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়ন থেকে সন্ত্রাসী আবু বক্কর (৩২) ওরফে বাটকু’কে নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে রামপাল ইউনিয়নের মালপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আট করা হয়।
ডিবি পুলিশের এস আই মাছুদ খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ৬ সদস্যের একটি টিম মালাপাড়া আবুবক্কর(বাটকরু) নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এবং তার সাথে থাকা পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে।
বাটকু বহুদিন যাবৎ এলাকায় ইয়াবা ট্যাবলেট ব্যাবসা করে আসছিলো। ডিবি অফিসে তার জিজ্ঞাসা বাদ চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার হবে বলে জানান তিনি।
বিডিলাইভ
Leave a Reply