সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ আদালত নির্দেশ অনুযায়ী জব্দকৃত প্রায় ৭২ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে পুলিশ প্রশাসন। সোমবার বিকেল ৫ টার দিকে জুডিশিয়াল মেজিস্ট্রেট হারুন-অর-রশীদের উপস্থিতিতে মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরীর পারে এ মালামাল পুড়িয়ে দেয়া হয়।
উপস্থিত কোর্ট ওসি মো: হারুন জানান, গত র্মাচ মাসের ৩১ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাঠানবাড়ি এলাকায় ঢাকাগামী পিকআপ ভ্যানের তল্লাসি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই উদ্ধারকৃত গাঁজা ছাড়াও জেলায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আরো ১২ কেজি সহ মোট ৭২ কেজি গাঁজা পুড়িয়ে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে।
বিডিলাইভ
Leave a Reply