কিশোরীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় তৈরী হয়ে বড় হতে হবে

ইমদাদুল হক মিলনঃ কালের কন্ঠের সম্পাদক ও খ্যাতমান কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ স্বাধীন না হলে আমারা আজ এখানে আসতে পরতামনা। বাংলাদেশ আমাদের অহংকার। কিশোরীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় তৈরী হয়ে বড় হতে হবে। কিশোরীরাই পারে দেশের ভালর জন্য কাজ করে দেশের মান চিত্র শক্ত করতে। তাঁরাই পারে দেশকে আলোকিত করতে। তিনি গতকাল সোমবার মুন্সীগঞ্জ-বিক্রমপুরের লৌহজং উপজেলার লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে স্বর্ণ কিশোরী নেট ওয়ার্ক ফাউন্ডেশন ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে “কিশোরী বান্ধব স্কুল টয়লেট” শির্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

ইমদাদুল হক মিলন বলেন, বিক্রমপুরে সব সময় শিক্ষা-দিক্ষায় ঐতিহ্য ছিল। কিশোরী মেয়েরাই পারে সে ঐতিহ্য ধরে রাখতে। কিশোরী বান্ধব স্কুল টয়লেটের সচেতনতার জন্য দৈনিক কালের কন্ঠ স্বর্ণ কিশোরীর পাশাপাশি কাজ করে যাবে। মেয়েদের স্বাস্থ্য সচেনতার জন্য মানসম্মত সেনেটারী নেপটিন ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের গুরুত্ব কালের কন্ঠ তার লেখনীর মাধ্যমে সারা দেশের কিশোরী মেয়েদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে সচেতন করে তোলবে। পাশাপাশি এ বিষয়ে মেয়েদের মায়েরা পারে বড় ভূমিকা রাখতে। একজন মা হচ্ছে একটি মেয়ের বড় বন্ধু। মায়ের কাছেই মেয়েরা পারে তাদের গোপন কথাটি বলতে। সুতরাং মায়েরা যদি তাদের মেয়েদের এ বিষয়ে যথাযথ শিক্ষা দেয় তবেই আমাদের কিশোরীরা সুস্বাস্থ্যবান থাকবে।

কালের কন্ঠ

Leave a Reply