আগুনে পুড়ে গেছে ৭টি ঘর, ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসহ ৫ টি বসত ঘড় পুড়ে আনুমানিক ১ কোটি ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার ভোররাত সোয়া ৩ টার দিকে ইউনিয়নের বল্লালবাড়ি এলাকার দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ সেলিম জানান, মনির দেওয়ানের গার্মেন্টস (বাচ্চাদের পোশাক তৈরির কারখানা) পুড়ে মালামালসহ ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক। পাশাপাশি তার বসত ঘড়ও পুড়েছে।

তাছাড়া অলি আকবর দেওয়ান, আছাদুজ্জজামান দেওয়ান, রমজান দেওয়ানের বসত ঘড় সহ ভিতরে থাকা আসবাবপত্র ও ব্যবহারিক সবকিছু পুড়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুল হক জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে গার্মেন্টসটিতে নেট জাতিয় কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে।

বসত ঘড়গুলো গার্মেন্টসটির পাশাপাশি থাকার খুব কম সময়ের মধ্যে ঘড় গুলোতে আগুন লেগে যায়।

এটিএনটাইমস

Leave a Reply