মুক্তারপুর বিসিকের কর্মস্থলে ২৩ বছর, এরপরও…..

মোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে বিসিক শিল্প নগরীর সম্প্রসারন কর্মকর্তা মো: বশিরুল হক সরকার প্রায় ২৩ বছর পর অন্যত্র বদলী হলেও নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন না।

নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় অভিযুক্ত বিসিকের এ কর্মকর্তা। তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ যেমন রয়েছে, তেমনই ঘুষ নিয়েও কাজ না করায় সেই ঘুষের টাকা ফেরত চাওয়ার নজির রয়েছে।

গত ২২ এপ্রিল বিসিকের উপ-ব্যবস্থাপক এস এম গোলাম ফারুক সম্প্রসারন কর্মকর্তা বশিরুলকে কর্মস্থল থেকে অব্যাহতি পত্র দিয়েছেন। একদিন পরই ওই অব্যাহতি পত্র স্থগিতের জন্য নির্দেশ দিয়েছেন বিসিকের আঞ্চলিক পরিচালক মো: আব্দুল বাছেদ।

প্রতিষ্ঠালগ্নে ১৯৯৩ সালে রাজধানীর নিকটবর্তী মুন্সীগঞ্জ জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুরে বিসিক শিল্পনগরীতে সম্প্রসারন কর্মকর্তা হিসেবে কাজে যোগ দেন বশিরুল।
জানা গেছে- চলতি বছরের ২০ এপ্রিল বিসিক চেয়ারম্যানের কাছে মুক্তারপুর বিসিকের সম্প্রসারন কর্মকর্তা বশিরুলের বিরুদ্ধে অভিযোগনামা জমা দেয় উপ-ব্যবস্থাপক এস এম গোলাম ফারুকসহ ৬ জন কর্মকর্তা-কর্মচারী।

বাকী কর্মকর্তা-কর্মচারীরা হলেন- বিসিকের প্রমোশন কর্মকর্তা এবিএম আব্দুর রহমান, কারিগরি কর্মকর্তা জয়না আক্তার, এসিসি মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মুদ্রাক্ষরিক মো: ছিদ্দিকুর রহমান ও দারোয়ান মো: খোকন মিয়া।

বিসিক কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন- বিসিকের ওই কর্মকর্তার বিরুদ্ধে আনীত উল্লেখযোগ্য অভিযোগ নামা হচ্ছে- বিভিন্ন উৎপাদন বিহীন শিল্প প্রতিষ্ঠানের নামে প্লট দেওয়া।

আরো অভিযোগ হচ্ছে- নিয়ম বহির্ভুত ভাবে শিল্প প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন ও হস্তান্তর কাজ করে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করা। শিল্প প্রতিষ্ঠানের জমির কিস্তি, জমির খাজনা, পানির বিল ও সার্ভিস চার্জ বাবদ আদায় করা বিপুল অংকের অর্থ আত্মসাত।

এদিকে, বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক-কর্তৃপক্ষ ঘুষ দিয়েও কাজ হাসিল করতে ব্যর্থ হয়ে সেই ঘুষের টাকা ফেরত চেয়ে বিসিকের সম্প্রসারন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত পত্র দেওয়ার উদাহরন রয়েছে।

মুক্তারপুর বিসিকের মেসার্স কার্লটেক্স লিমিটেডের কর্ণধার মো: কামরুল হাসান ও মেসার্স জান্নাত ফাইভার ইন্ডাষ্ট্রিজের স্বত্বাধিকারী মো: আওলাদ হোসেন গত ১৩ এপ্রিল ওই কর্মকর্তাকে দেওয়া ঘুষের টাকা ফেরত চেয়ে বিসিক চেয়ারম্যানের কাছে লিখিত পত্র দেয়।

এ ব্যাপারে বিসিকের সম্প্রসারন কর্মকর্তা বশিরুল হক সরকার বলেন- আমাকে নিয়ম অনুযায়ী বদলি করা হয়েছে। যে সব শিল্প প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও মালিকানা হস্তান্তরের জন্য আবেদন করেছেন তাদের সবার কাজই আমি করে দিয়েছি। কোন টাকা পয়সা নেইনি। ২৩ বছর না, আমি ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ বিসিকে ছিলাম।

বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান এ প্রসঙ্গে বলেন- আমি বিষয়টি খতিয়ে দেখছি। কেননা- ওই কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো আমার খেয়াল নেই।

বাংলা সংবাদ

Leave a Reply