বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৃহবধূ সারাহ্ ফারগুশান তন্নী হত্যা মামলায় তাঁর পলাতক স্বামী সোহেল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, শনিবার সকালে নগরীর নূরনগর থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আব্দুল গাফফার বিশ্বাসের ছেলে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
তবে আব্দুল গাফফার বিশ্বাস জানিয়েছেন, তাঁর ছেলেকে গতকাল শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোপালপুর গ্রাম থেকে থেকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে।
গত ৭ এপ্রিল নূরনগর বিশ্বাসপাড়ায় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে সারাহ ফারগুশান তন্নীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় সুরতহাল প্রতিবেদনে তন্নীর দেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ উল্লেখ করে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়।
শুরু থেকে নিহত তন্নীর মা শামীমা আক্তার তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিলেন। তিনি বাদী হয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে সোহেল বিশ্বাস ও তাঁর বোন ইতিমণিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্ত করার জন্য নগরীর খালিশপুর থানাকে নির্দেশ দেন।
গত বুধবার (৬ মে) মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কান্তি মণ্ডল আত্মহত্যার প্ররোচনার জন্য ৩০৬ ধারায় সোহেল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
আজ শনিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও সহকারী কমিশনার মনিরুজ্জামান।
সোহেল বিশ্বাসের বাবা আব্দুল গাফফার বিশ্বাস জানিয়েছেন, আজ রোববার তিনি ছেলের জামিনের জন্য আদালতে আবেদন করবেন।
এনটিভি
Leave a Reply