সৈয়দ মেহেদী হাসান কাওছার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ রুবেল ইসলাম: মুন্সীগঞ্জ সিরাজদিখানের কুসুমপুর মাঠে সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান কাওছার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৫, শনিবার বিকেল ৫টায় উদ্বোধন করা হয়েছে। জাতীয় শিশু, কিশোর ও যুব সংগঠন কুসুমপুর চাঁদের হাট শাখার আয়োজনে, উদে¦াধক ও প্রধান অতিথি ছিলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও কেন্দ্রীয় চাঁেদর হাট প্রেসিডিয়াম চেয়ারম্যান মো. জাকারিয়া পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত (হকি) প্রতাপ শংকর হাজরা।

মুন্সীগঞ্জ জেলার ৮ টি চাঁদের হাট শাখা দল এই খেলায় অংশ গ্রহণ করেছে। নক-আউট পদ্ধতিতে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী মোস্তফা, সহকারি রেফারী দেলোয়ার, মিলন ও বাবু। উদ্বোধানী দিনে কাঁঠালতলী চাঁদের হাট শাখাকে ৪-০ গোলে হারিয়ে মালখানগর চাঁদের হাট শাখা বিজয়ী হয়। খেলা শেষে সন্ধায় গুনীজন সম্মাননা মো. জাকারিয়া পিন্টু ও প্রতাপ শংকর হাজরা এবং বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করা হয়।

কুসুমপুর চাঁদের হাট শাখার সভাপতি ও সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান কাওছার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আলী আহমেদ হাওলাদার, মুফদি আহমেদ মনা হেড অব নিউজ বাংলা বাজার, জাগরনী সংসদ সভাপতি আ. কুদ্দুছ ধীরণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মতিন হাওলাদার, লেখক মাহমুদুর রহমান টিপু, কেন্দ্রীয় চাঁদের হাট যুগ্ন সা. সম্পাদক গোলাম কিবরিয়া মুরাদ, বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ, বিক্রমপুর চাঁদের হাটের সা. সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি মো. সামসুজ্জামান পনির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,আ. হালিম টিয়া, টুর্নামেন্ট কমিটির আহবায়ক বাবুল মল্লিক, সদস্য সচিব নুরুজ্জামান হাওলাদার, কুসুমপুর চাঁদের হাট সা.সম্পাদক মোহম্মদ সাখওয়াত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় মো. ফরিদ হোসেন প্রমুখ।

প্রথম বার্তা

Leave a Reply