শেখ সাইদুর রহমান টুটুল: রোববার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মর্শদগাও এলাকা থেকে ৪০ পুরিয়া হিরোইন সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে লৌহজং থানার পুলিশ। লৌহজং থানার অফিসার ইনর্চাজ মোঃ রিয়াজুল হক জানান, প্রতিদিনের মত মাদক বিরোধী অভিযান চলাকালে মর্শদগাওঁ সিনেমা হল এলাকায় রাস্তায় দাড়িয়ে মাদক বিক্রি করার সময় মর্শদগাঁও গ্রামের মৃতঃ মান্নাফ মোল্লার ছেলে মোঃ লিটন মিয়া(৩০) ও দুলু মাদবরের ছেলে বাদশা মিয়া(৩৮) কে ৪০ পুরিয়া হিরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বাংলাপোষ্ট
Leave a Reply