পুরনো কয়েক শ’ বছরের হাঁড়ির সন্ধান ইদ্রাকপুর কেল্লায়

বাংলার মুগল সুবাহদার মীরজুমলা কর্তৃক ১৬৬০ খ্রিস্টাব্দের নির্মিত ইদ্রাকপুর কেল্লায় পুরনো কয়েক শ’ বছরের হাঁড়ির সন্ধান পাওয়া গেছে। শহরের কোর্টগাঁও এলাকায় অবস্থিত ইদ্রাকপুর কেল্লা সংস্কারে কাজ মঙ্গলবার সকাল থেকে করার সময় শ্রমিকরা কেল্লার ভেতরে ফ্লোর (ভিটা) খনন করার সময় শত শত অক্ষত কলসের সন্ধান পায়। ফ্লোরের নিচে কলস পাওয়ার খবর পেয়ে শত শত উৎসুক মানুষ তা দেখতে ভিড় জমায় কেল্লায়।

প্রত্নতত্ত্ব অধিদফতর চলতি বছর ইদ্রাকপুর কেল্লা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী, দুর্গের ভেতরে জাদুঘর ও সংস্কৃতিকেন্দ্র স্থাপন করা হবে। প্রথম ধাপে আস্তর, রং কাজসহ ছোটখাটো অনেক কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ শুরুর প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।

এই কলসগুলো প্রায় ৩৫০ বছর আগের বলে অনেকের ধারণা। এ কলসগুলো যাতে নষ্ট না হয়, কিংবা প্রত্নতাত্ত্বিক উপাদান নষ্ট না হওয়ার আশঙ্কায় ফ্লোর খনন কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

প্রত্নতাত্ত্বিক বিভাগের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলমের দ্য রিপোর্টকে জানান, বিষয়টি পরীক্ষা না করে কিছু বলা যাবে না। তবে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জমাদারসহ একটি টিম ঢাকা থেকে কেল্লার উদ্দেশে রওনা হয়েছেন। পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।

দ্য রিপোর্ট
========

৪’শ বছরের মাটির কলস উদ্ধার

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লার সংস্কারের সময় শতশত মাটির কলস বেড়িয়ে এসেছে। মঙ্গলবার দুপুরে মূূল কেল্লাটির শীর্ষ স্থানের মেঝের আস্তর সরাতেই উপুর করা এসব কলস দেখতে পাওয়া যায়।

এ দৃশ্য দেখতে শতশত মানুষ ভীড় করে। ১ ফুট উচ্চতার এসব কলসগুলো দেখে মনে হয় একেবারেই নতুন। এ পর্যন্ত ৩’শ কলস সংরক্ষণ করা হলেও কিছু কলস ভেঙ্গে গিয়েছে এবং কিছু কলস মানুষ নিয়ে গেছে। পরে কলস রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল জানিয়েছেন কলস আর বের না করে যেভাবে আছে সেভাবেই রাখার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে পুরাকীর্তি বিশেষজ্ঞ দল আসছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত কলসগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

তাপমাত্রা নিয়ন্ত্রণে তৈরি প্রায় ৪’শ বছর আগের এ নির্মাণ শৈলী সকলকে বিস্মিত করেছে। মাটির তৈরী কলসের উপর প্রায় ফুট ভারি চুন সুড়কির আস্তর লাগানো ছিল।

মুঘল স্থাপত্যশৈলীর চমৎকার নিদর্শন সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলার তৈরি ইদ্রাকপুর কেল্লা সংস্কার করছে পুরাকীর্তি অধিদপ্তর। সংস্কারের সময় এই কলসগুলো বেড়িয়ে আসে।

বিডিলাইভ

Leave a Reply