স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় পুলিশের নেই কোন অভিযান!

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন সরদারপাড়া গ্রামের স্কুলছাত্রী ফারহানা আক্তার শাওন (১৫)-কে অপহরণের দশদিন পেড়িয়ে গেলেও প্রধান আসামি সোহাগ তালুকদারকে গ্রেফতারে পুলিশের নেই কোন অভিযান।

অপহরণের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাওনের বাবা মোঃ সালাউদ্দিন শেখ বাদী হয়ে সোহাগ তালুকদারকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে, মামলা দায়েরের সাত দিন অতিবাহিত হলেও প্রধান আসামি সোহাগ তালুকদারসহ অপর আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় বিপ্লব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইনে সোহাগ তালুকদারকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেণ। মামলার পরিপ্রেক্ষিতে আমাসিদের দ্রুত গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে বুধবার বিকেলে স্কুলছাত্রী শাওন তার নিজ বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় একই এলাকার সোহাগ তালুকদারসহ ৪ অহরণকারী। ৮ মে দুপুরে শাওনের বাবা মোঃ সালাউদ্দিন শেখ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। শাওন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।

এবিনিউজ

Leave a Reply