মুন্সিগঞ্জের আটক ২ঃ শাহ জালালে ওষুধ পাচার

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন- রাসেল (২৮) ও রাকিবুল (৩২)। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরে। তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক দুই যাত্রী মালয়েশিয়ান এয়ার লাইন্সের ফ্লাইট-১১২ এর যাত্রী ছিল। তারা বিমান থেকে নেমে লাগেজসহ বেরিয়ে ক্যানোপি এলাকায় এলে এপিবিএন’র গোয়েন্দা ইউনিটের সদস্যদের সন্দেহ হয়। এরপর এপিবিএন কার্যালয়ে নিয়ে তাদের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমান চোখের ড্রপ ও ডায়বেটিসের ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানার মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply