গজারিয়ার কালিপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গজারিয়ায় পানিতে ডুবে আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফাত গজারিয়া উপজেলার ভবরেচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিদেশ প্রবাসি মাইনুদ্দিন সরকারের ছেলে। আজ সকালে আরাফাত তার নানা বাড়ী বড় কালিপুরা একলাকায় পুকুরে পড়েগেলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিতহ আরাফাতের স্বজনেরা জানান, শিশু আরাফাত মায়ের সাথে বড় কালিপুরা তার নানার বাড়িতে বেরাতে যায়। আরাফাত খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া আলোড়ন

Leave a Reply