যুব উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা

সেলিনা ইসলাম: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন উপ-সহকারি পরিচালক আতিয়ার রহমান, উপজেলা আ’লীগের সা. সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, লৌহজং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রফেসর গিয়াস উদ্দিন, সিরাজদিখান উপজেলা সমাজসেবা অফিসার মো. তোফায়েল আহমেদ, পল্লি বিদ্যুৎ সিরাজদিখান জোনাল অফিস ডিজিএম দেব কুমার মালো, উপজেলা নির্বাচন অফিসার কাবেরী রায় প্রমূখ।

কর্মশালা অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, রতœা হালদার ও রেজাউল করিম। এ সময় তারা দাবী করে বলেন, ৪০/৫০ হাজার টাকায় পরিপূর্ণ প্রজেক্ট দ্বার করা সম্বব নয়। যদি সরকার ৪/৫ লাখ টাকা করে সহজ শর্তে প্রজেক্টে ঋন দিত তাহলে আমরা সফল ও সাবলম্বি দ্রুত হতে পারতাম।

বাংলাপোষ্ট

Leave a Reply