প্রত্যাহার: ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

রবিবারের ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেড়ারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)। শিমুলিয়া ঘাটে বাস প্রতি ৪০ টাকা টোল আদায় ও স্বাধীন নামে একটি পরিবহনকে নিয়মনীতি না মেনে চলাচলের অনুমতি দেয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছিল ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত বাস মালিকরা।

শনিবার মধ্যরাতে স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে বাস মালিক ও শ্রমিকদের অলোচনার পর ধর্মঘট প্রতাহার করা হয়। এ ব্যাপারে পরবর্তীতে অলোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন বাস মালিক নেতা গোলাম গাউস। স্থানীয় এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, বাস মালিকদের সাথে আলাপ হয়েছে। তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ইজারাটি যেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে নেয়া হয়েছে, তাই উচ্চ মহলে আলাপ করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

জনকন্ঠ

Leave a Reply