সিরাজদিখানে মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৪৭,৯২০ টাকা সহ আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখান থানাধীন মধুটুপি গ্রামেরে নিজ বসত বাড়ীর পূর্ব দুয়ারী টিনের ঘরের ভিতর থেকে মাদকসহ গ্রেপ্তারর করা হয় বলে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ আনোয়ার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা মজিদ শেখের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে সমুদয় মালামালসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মৃত: আবির জানের ছেলে আব্দুল মজিদ শেখ (৬০) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এটিএনটাইমস

Leave a Reply