ডাকাতের ককটেল হামলায় কব্জি উড়ে গেল যুবকের
গতকাল রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিনটি গ্রামের চাঁরটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোটরায় পাড়া ও মুদারকান্দি এবং টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এসব ডাকাতির ঘটনা ঘটে। বালুয়াকান্দি ইউনিয়নের ছোটরায় পাড়া (পশ্চিম পাড়া) গত কাল রাত ২.৩০ মিনিটে হাজী মোহাম্মদ সানাউল্লাহর বাড়ীতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০/২২ সদস্যে ডাকাত দল এসে বাড়ির সবাইকে বেধে নব নির্মিত দালান থেকে ডাকাতি করে। মোবাইল সহ ১০ ভরি স্বর্ন ও নগদ ৩ লহ্ম টাকা নিয়ে যায়।
এ সময়ে ডাকাত দল দের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রর আঘাতে আহত হন তাদের মেয়ে এর জামাই মোঃ মুক্তার হোসেন(৩৯), মুদারকান্দি গ্রামের মিসির আলী ও জামান মিয়ায় ঘরে ডাকাত দল হামলা চালায় এসময় ডাকাতি কালে বাধা দিলে মিসির আলীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ডাকাতরা, অন্যদিকে জামান মিয়ার বাড়ীতে ডাকাতিকালে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের ছুড়া ককটেলের আঘাতে হাতের কব্জি উড়ে যায় জামান মিয়ায়। আহত অবস্থায় তাদের হসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে ইলিয়াছ মিয়ার গোয়াল ঘর থেকে গতকাল মধ্য রাতে তিনটি গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা যার আর্থিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
গজারিয়া নিউজ
Leave a Reply