ভুলবশত ছারপোকা মারা ওষুধ খেয়ে শ্রীনগরের কাকলীর মৃত্যু

রাজধানীর কামারাঙ্গীর চরে কাকলী আক্তার নামে (১৩) এক স্কুলছাত্রী ভুলবশত ছারপোকা মারা ওষুধ খেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কাকলীর ভাই মোহাম্মদ সাগর দ্য রিপোর্টকে জানান, রাত ৯টার দিকে ছারপোকা মারার ওষুধ নারাচাড়া করার পর হাত না ধুয়েই খাবার খায় কাকলী। এরপরই অসুস্থ হয়ে পড়ে সে। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, হাসপাতালে আনার সময়ই কাকলীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কাকলী আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মোহাম্মদ জুয়েল হোসেনের মেয়ে। কামরাঙ্গির চরের রসুলপুর এলাকায় তারা ভাড়া থাকত। নলেজ ফেয়ার স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত সে।

ভোরেরকাগজ

Leave a Reply