গজারিয়ায় পাঁচশতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

বুধবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে গজারিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুয়াগাছিয়া ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক জিতু রাঢ়ী, গজারিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াছ মিয়াসহ পাঁচশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করে।

এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীরা সভায় অংশ নেয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মহিউদ্দিন। সভায় অনান্য মধ্যে আরো বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী, বীর মুক্তি মুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামন সাগর, উপজেলা সৈনিক লীগের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোলেমান দেওয়ান। সভায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: ইব্রাহিম খলিল সহ। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

গজারিয়া আলোড়ন

Leave a Reply