সুমিত সরকার সুমন: সিরাজদিখানে শুক্রবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার (১৪)। উপজেলার বয়রাগাদি ইউনিয়নের গোবরদি গ্রামের মো. আক্তার হোসেনের মেয়ে। সে বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
খাদিজার বাবা মো. আক্তার হোসেন জানান, আমি মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলাম না কারণ আমার আরেক মেয়ে নাবালিকা থাকতে ২০১১ সালে বিয়ে দিয়ে এখন খেসারত দিচ্ছি। ওর (খাদিজা) মা লেবানন থাকে, নানা, নানি ও খালারা মিলে নানার বাড়ি বয়রাগাদি নিয়ে বিয়ে দিচিছলো। ম্যাজিষ্ট্রেট এসে বিয়ে বন্ধ করেছে আমি সন্তুষ্ট। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের মাসুদ রানার (৩০) সাথে বিয়ে হওয়ার কথা ছিল।
বয়রাগাদি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ জানান, বাল্যবিবাহ বন্ধে আমরা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এরই মাঝে আমাদের অজান্তে নাবালিকা মেয়েকে বিয়ে দিচ্ছিলো। মেয়ের নানা আমার ইউনিয়নের বয়রাগাদি গ্রামের কাজী মোসলেমকে ম্যাজিষ্ট্রেট আটক করে জেলে পাঠাতে চেয়েছিল, আমি অনেক অনুরোধ করে অঙ্গিকার নামায় সহি করে তাদের ছাড়িয়ে রেখেছি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আমি যাই। মেয়ের বয়স ১৪ হওয়ায় বিয়ে বন্ধ নিশ্চিত করি। মেয়ের বাবা, নানা, নানি ও খালার অঙ্গিকার নামায় স্বাক্ষর নেই। ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবে না এজন্য তাদের ছেড়ে দেওয়া হয়।
বিডিলাইভ
Leave a Reply