ধলেশ্বরী নদীতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শহর লাগোয়া পশ্চিম মুক্তারপুরস্থ ধলেশ্বরী নদীর ক্রাউন সিমেন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, অজ্ঞাতনামা লাশটি ধলেশ্বরী নদীতে ভেসে উঠলে পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাশটির হাত-পা বাঁধা ছিল। ৭-৮ দিন আগে যুবককে অন্যস্থানে হত্যা করে ঘাতকরা লাশটি এই নদীতে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন এসআই মোশাররফ।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ নিউজ

Leave a Reply