মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে জমির উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের কয়রাখোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, বসত-ঘরের বাহিরে বৃহস্পতিবার দিবাগত রাতে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জসিম কয়রাখোলা গ্রামের মৃত সামছুল হকের ছেলে ।
ধারনা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১২ টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply