প্রচন্ড গরমে শিক্ষক-শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৯

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জে প্রচন্ড গরমে শিক্ষক শিক্ষার্থীসহ ৯ জন অসুস্থ হয়ে পড়েন। শনিবার দুপুরে গজারিয়া উপজেলার অসডার একাডেমী উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছয় শিক্ষার্থী, দুই শিক্ষিকা ও এক অফিস সহকারী অসুস্থ হন। তাদের ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক একেএম ফজলুল হক জানান, বিদ্যালয়টিতে বিদ্যুত নেই। এর মধ্যে প্রচন্ড গরমে ক্লাস করতে যেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে বমি করতে থাকলে তাদের ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন অস্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার, রিয়ানা আক্তার, তানজিলা আক্তার, সীমা আক্তার, শারমিন সুলতানা, তামান্না আক্তার, শিক্ষিকা রাজিয়া সুলতানা, হ্যাপী আক্তার ও অফিস সহকারী তাসলিমা আক্তার। ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার সাদিয়া ইসলাম জানান, গরমের কারণে এ সমস্য হয়েছে চিকিৎসা চলছে।

বিডিলাইভ

Leave a Reply