জেলার সিরাজদীখান উপজেলায় গৃহবধূ পপি সেন (১৮) শনিবার দুপুরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের মা রুমা দে বলেন, ‘আমার মেয়েকে কাল নিতে আসসুলুম, দেয় নাই। পপি আত্মহত্যা করে নাই, ওরে মাইরা ফেলছে।’
তিনি জানান, ছয় মাস আগে তার মেয়ের বিয়ে হয় সুমন সেনের সঙ্গে। সুমন মালয়েশিয়া প্রবাসী।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারেদৌস হোসেন জানান, প্রাথমিক আলমত থেকে ধারণা করা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্য রিপোর্ট
Leave a Reply