গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান ও তার চাচা মনছুর আলী হত্যা মামলার ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ আমলি আদালত-৫ এর বিচারক হারুন-অর-রশিদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত পৃথক ২টি মামলার জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হল- হেলালউদ্দিন, তবারক, দুলাল, রাসেল, ইছহাক ও সোহেল। গত বছরের ২৩ মার্চ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের সময় দু-গ্র“পের সংঘর্ষে নিহত হন বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান। এ ঘটনায় তার স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর এক বছরের ৪ অক্টোবর তেঁতুলতলা নামক স্থানে গলাকেটে হত্যা করা হয় শামছুদ্দিন প্রধান এর চাচা মনছুর আলিকে।
এ ঘটনায় মনছুর আলির ছেলে আলি প্রধান বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করে।
যুগান্তর
Leave a Reply