মেঘনায় সিমেন্ট নিয়ে ট্রলারডুবি

জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ২ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গজারিয়া উপজেলার ইস্মানিচর এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে এমভি মামা-ভাগিনা নামের একটি ট্রলার মুন্সীগঞ্জের মুক্তারপুরের ক্রাউন্ট সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই করে দাউদকান্দি যাচ্ছিল। পথে গজারিয়া উপজেলার ইস্মানিচর এলাকায় পৌঁছলে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় এলাকাবাসী ও স্থানীয় জেলেরা ট্রলারের তিন নাবিককে উদ্ধার করেন।

উদ্ধার নাবিকরা হলেন- ট্রলারের মাঝি মো. আলী হোসেন (৬০), মো. রাব্বি হোসেন (২৫) ও মো. ফারুক (৩২)।

গজারিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এম এ দোহা দ্য রিপোর্টকে জানান, ট্রলারডুবির ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

দ্য রিপোর্ট

Leave a Reply