গজারিয়ায় নতুন ফেরি উদ্বোধন

জেলার গজারিয়া হয়ে ঢাকার সঙ্গে চাঁদপুর জেলার মতলবের (উত্তর) সড়ক পথে যোগাযোগের সুবিধার্থে ফেরি যোগাযোগ উদ্বোধন করা হয়েছে। ফেরিটির উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার দুপুর দেড়টার মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার কালিপুরা ফেরীঘাট সংলগ্ন কেতকী নামের ফেরির ফলক উন্মোচনের মাধ্যমে ফেরি যোগাযোগ চালু করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস এ সময় উপস্থিত ছিলেন।

দ্য রিপোর্ট

Leave a Reply