গজারিয়ার মেঘনার পারে গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর পার শ্বাসরুদ্ধ করে সম্পা বেগম(২২)নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মেঘনা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মেঘনার শাখা নদী পার থেকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় বিকেলে একটি হত্যা মামলা করার প্রস্ততি চলছে। পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রথমে গৃহবধু সম্পা বেগম পানিতে ডুবে মারা গেছে এমন ধারনা করা হলেও তদন্তে শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী সাইফুল মুন্সী পলাতক রয়েছে। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) এবিএমএস দোহা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মেঘনার শাখা নদী থেকে গৃহবধু সম্পা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া যায়। এদিকে গৃহবধুর স্বামী সাইফুল মুন্সী যেহেতু পলাতক। তাই ধারনা করা হচ্ছে, গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ মেঘনার শাখা নদীতে ফেলে দেয় ঘাতক স্বামী। তিনি আরও জানান, গৃহবধুর মা বাদী হয়ে এ ঘটনায় বিকেল গজারিয়া থানায় হত্যা মামলা রুজু করার পক্রিয়া চলছে। বিডিলাইভ

Leave a Reply