গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় অবস্থিত পলি ক্যাবলস ইন্ডা. লিমিটেডের সামনে থেকে ডিবি পরিচয়ে তারেক নামের এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার সন্ধায় ওই ব্যবসায়ী বিকাশের ৫ লাখ টাকা নিয়ে আনারপুরা থেকে মোটরসাইকেল যোগে ভবেরচর যাচ্ছিলেন। পথে ভিটিকান্দি পলি ক্যাবলস ইন্ডাঃ লিমিটেডের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসে করে এসে ৪-৫ জন লোক তার পথরোধ করে এবং নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে তারেককে তাদের গাড়িতে উঠতে বলে । তারেক গাড়িতে উঠতে না চাইলে তারা জোরপূর্বক গাড়িতে তুলে মারধর করে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা আহত অবস্থায় তারেককে কুমিল্লার মাধাইয়া এলাকায় ফেলে দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
যুগান্তর
Leave a Reply