জেলা আইনজীবি সমিতির নির্বাচন ৩০ জুন

আগামী ৩০ জুন মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে বিজয়ের মালা ছিনিয়ে আনে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিগতদিনে অনেক প্রার্থী এবার এই নির্বাচনে অংশ নিয়েছে। পুরনো মুখ হিসেবে তারা ভোটারদের কাছে অনেক পরিচিত। তাদের রয়েছে নির্বাচনে বিজয়ের নানা রকমের অভিজ্ঞতা। তাই এবার বিজয়ের জন্য তারা প্যানেলের পক্ষে কোমর বেধে নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন।

বিগত নির্বাচনে দেখা গেছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদের প্রার্থীরা প্যানেলে বাইরে শুধুমাত্র ব্যক্তি ইমেজে বিজয় লাভ করেছেন। এবারও তেমনটি ঘটতে পারে বলে ভোটাররা মনে করছেন।

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী হচ্ছেন গাজী শ.ম.হাবীবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন নাছিমা আক্তার।
সহ-সভাপতি পদে প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম বাদল ও মো. সিরাজুল ইসলাম পল্টু।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন রুহুল আমীন। লাইব্রেরী সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন মো. ওয়ালী উল্লাহ অলি।

দপ্তর সম্পাদক হচ্ছেন কাজী মোজাম্মেল হোসেন (রোমেল)। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হচ্ছেন মুহাম্মদ হোসেন আলী।
ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী নাহিদ হোসেন উজ্জ্বল ক্রীড়া ও নাট্য সম্পাদক প্রার্থী জানে আলম আব্দুল্লাহ পাশা প্রিন্স

কার্যকরী সদস্যরা হচ্ছেন অনিল কুমার সরকার, মো. নয়ন মিয়া, সিরাজুল হক লিটন, রীনা বেগম ও ফরাজী মো. সামসুজ্জামান মানিক।

বিক্রমপুর সংবাদ

One Response

Write a Comment»
  1. Eita ki News ? naki , Doliyo Prochar ?

Leave a Reply