কেওয়ারের মিজান বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ আটক

হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি স্বর্ণসহ মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ছাড়া বিমানবন্দরে ৫০ কার্টন সিগারেট জব্দ করেছেন এপিবিএনের সদস্যরা।

এপিবিএনের এএসপি তানজিনা আক্তার ইভা জানান, গতকাল সকালে বিমানবন্দর গোলচত্বর থেকে স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করা হয়। তার কাছে চার কেজি স্বর্ণ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। এর আগে তিনি মালয়েশিয়ার একটি ফাইটে (এমএইচ-১০২) ঢাকায় আসেন। মিজানুরের বাড়ি মুন্সীগঞ্জ সদর থানার দণি কেওয়ার গ্রামে। তার পাসপোর্টে শতাধিকবার মালয়েশিয়া যাওয়ার প্রমাণ মিলেছে।

এ ছাড়া দুপুরে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপিতে পড়ে থাকা একটি লাগেজ তল্লাশি করে ৫০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে এএপি, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। পাকিস্তান থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে সিগারেটের কার্টনগুলো আনা হয়।

নয়াদিগন্ত

Leave a Reply