সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর থানায় চলতি মাসে দায়ের করা নারী নির্যাতন দমন আইন মামলায় অভিযুক্ত আসামিদর মধ্যে নারীসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মামলায় উল্লেখ্য ৬ আসামির মধ্যে ইকরাম হোসেন (২৪), আমেনা আক্তার (১৮), কনক (১৯), রজনী আক্তার (১৭) নামের ৪ জনকে অটক করা হয়।
পুলিশ সূত্র জানান, স্থানীয় মৌসুমী আক্তার (১৭) কে মামলায় উল্লেখিত অভিযুক্ত আসামি চলতি সনের জুন মাসে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে। এ কারনে ঘটনার পরপর নির্যাতনের স্বীকার মৌসুমীর বড় বোন দুলালী বেগম সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই এএইচএম সালাউদ্দিন জানান, অসামাজিক কর্মকান্ডের দৃশ্য গোপনে ভিডিও করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। কেউ হয়তো উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার চালিয়ে মুন্সীগঞ্জ শহরে জনমতের বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে আসামিদের নারী নির্যাতন দমন আইনের চলতি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিলাইভ
Leave a Reply