মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়কের মালিঅংক বাজারের ব্রীজ থেকে পা পিছলিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায়, চার পাঁচদিন ধরে উপজেলার মাওয়া-বালিগাঁও সড়কের মালিঅংক বাজারের ব্রীজটি মেরামতের জন্য খুলে ফেলা হয় সে থেকে ব্রীজের উভয় পাড়ের যাতায়াত রত যাত্রী সাধারন পড়ে বিড়ম্ভনায়। ব্রীজের কিছু অংশ রাখা হয়েছে যা দিয়ে দু’ একজন পথচারী যাতায়ত করতে পারে।
শুক্রবার রাত ১০টায় ঢাকাগামী বাস থেকে নেমে মেরামত রত ব্রীজটির উপড় দিয়ে পাড় হতে গিয়ে অসাবধান তা বসত পা পিছলিয়ে ব্রীজের নিচে খালের পানিতে পড়ে যায় মোঃ ফারুক (২৮) নামের এক যুবক। এ অবস্থায় পথচারী ও এলাকাবাসি সহযোগিতায় ফারুককে উদ্বার করে লৌহজং সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
জানাযায় মৃত ফারুকের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার আলদি গ্রামে তার বাবার নাম আব্দুর রশিদ। তবে এলাকাবাসির অভিযোগ ব্রীজটি এই অসময়ে ভাঙ্গার কারনে দুর্ভোগে পড়েছে শত শত পথচারী, এছাড়া বিকল্প তেমন কোন সড়ক ও সেতুর ব্যবস্থা না করায় এই অভিরাম বর্ষনে পথচারীরা পড়েছে চরম দুর্ভোগে। নাম মাত্র কিছু বাঁশ দিয়ে একটি বিকল্প সেতু বানালেও তা দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই আহত হচ্ছেন দেখার যেন কেউ নেই।
বাংলাপোষ্ট
Leave a Reply