উত্তর ইসলামপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এ সময় ২/৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেনের ভাই শফিকুল হাসান তুষারকে (৩৩) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর উত্তর ইসলামপুর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু উত্তোলন করা নিয়ে কাউন্সিলর মকবুল হোসেনের ভাই আনোয়ার হোসেনের লোকজনের সঙ্গে অপর কাউন্সিলর কামাল হোসেনের ভাই শফিকুল হাসানের লোকজনের বিরোধ চলে আসছে।

এ নিয়ে রোববার সকালে উভয় পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় তুষারসহ চার জন আহত হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাদী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গুলিবর্ষণের বিষয়টি পুলিশ যাচাই করছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply