বিপুল পরিমান যৌন উত্তেজক সিড়াপ উদ্ধার

টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারের ভাইভাই এন্টারপ্রাইজ এর গুডাউন থেকে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত ক্যামিক্যাল দিয়ে তৈরী ১৭ হাজার ৫শত ৯২ বোতল যৌন উত্তেজক জিনসিন প্লাস ও ১২শত বোতল লাহমিনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। যেগুলোর বাজার মূল ১১লক্ষ ২৩হাজার ৯শত ২০টাকা।

মুন্সীগঞ্জ সদরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় শনিবার বিকাল ৫টার দিকে এ সমস্ত পন্য উদ্ধার করা হয়েছে।

ডিভির এস আই মোঃ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার দিঘিরপাড় বাজারে বিশেষ অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল যৌন উত্তেজক এ সমস্ত সিরাপ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ভাইভাই এন্টারপ্রাইজের মালিক হাজী আকবর হোসেনকে ডাকা হয়েছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply