সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে পল্লি বিদ্যুৎ সমিতির ৪ কর্মী গ্রাহকের রোষানলে পিটুনি খেয়ে আহত ও ২ টি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের সিংগারটেক গ্রামে। আহতরা হলেন, সিরাজদিখান পল্লি বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের লাইন ম্যান আবু হান্নান (২৪), লাইন টেকনিশিয়ান নিরঞ্জন মন্ডল (৩৫), ম্যাসেঞ্জার শফিকুল ইসলাম (২৫) ও মিটার রিডার ইয়াছিন হোসেন (৩০)।
সিরাজদিখান পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেব কুমার মালো জানান, উপজেলার সিংগারটেক গ্রামের বাবুল শেখের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে তারা গ্রাহকের রোষানলে পড়ে। এ সময় বাবুল ও তার প্রতিবেশিদের আক্রমনে ৪ কর্মী আহত এবং দুটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলার প্রস্তুতি চলছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. ইয়ারদৌছ হাসান জানান, মারধরের ঘটনা ঘটেছে শুনেছি, এখনো কোন অভিযোগ পাই নাই, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এ ব্যপারে বাবুল শেখের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিলাইভ
Leave a Reply