সেলিনা ইসলাম: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাহেন্দ্রা গাড়ীর চাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছে। এ সময় একটি বাড়িতে হামলা করে ঘর-দুয়ার ভাংচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরচর ইউনিয়নের রাজনগর গ্রামের আলী আহমেদের ছেলে শহীদুল্লাহ তার ধাড় নেওয়া মাহেন্দ্র গাড়ির চাকা আব্দুছ সালামের কাছে চাইতে গেলে কথাকাটা-কাটির এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় সাবেক মেম্বার আব্দুল আলীমের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ ব্যাক্তি আহত হয়েছে। আহত মো. উজ্জল (২) শামীম (২৫), লিটন (২৮) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করেছে সেই মামলায় দু’পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো কায়েস আহম্মেদ (১৪), শাহ আলম (৪০), নাজমুল হাসান (৩২) আবুল খায়ের (৫৫) এবং মানিক (২৬)। তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply