সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর লুটপাট, দোকানদার আহত

মোঃ জাফর মিয়া: পূর্ব শত্রুতার জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাাজরে খোকন সরকার (৩৫) নামে এক মুদীদোকানীর উপর হামলা চালিয়ে গুরুত্ব আহত করেছে দুবৃত্তরা। এসময় হামলাকারীর দোকানে ভাংচুর চালিয়ে মালামাল নষ্ট করে এবং নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার বিকেল ৫ টার দিকে ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯ টার দিকে এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আসামী করে আহতের ছোট ভাই মো. টুটুল সরকার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছাতা নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বাংলাবাজার ইউনিয়নের আশিলিরচরের রেহানউদ্দিন সরকার(৪০), শাহাবুদ্দিন সরকার(৩৫), সালাউদ্দিন সরকার ও আলাউদ্দিন আহত খোকন সরকারে বাংলাবাজারের দোকানে গিয়ে হামলা চালিয়ে খোকনকেন গুরুতর আহত করে, দোকান ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।

সদর থানার সেকেন্ড অফিসার এস আই সালাউদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা সংবাদ

Leave a Reply