সিরাজদিখানে ক্লিনিকে গর্ভবতীর আত্মহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জের
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় পারিবারিক কলোহের কারনে দশমাসের গর্ববতী এক মহিলা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেস্টা করেছে। ৩জুলাই শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা মতিন হাওলাদার সুপার মার্কেটের পপুরার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদের স্ত্রী তিন সন্তানের জননী সাজেদা আক্তার (৩৮) গর্ভবতী হওয়ার পর থেকে স্বামী হারুন অর রশিদের সাথে সাংসারিক নানা কারনে ঝগড়াঝাটি লেগে বনিবনা হচ্ছিল না। গতকাল শুক্রবার পেটে ব্যাথা ওঠলে পাশের বাড়িরর সম্পর্কীয় দেবর শামীম ও একরামকে নিয়ে ইছাপুরা পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টি সেন্টারে চিকিৎসার জন্য আসে ।

পরে পপুরার জেনারেল হাসপাতালের বার্থরুমে গিয়ে সংগে করে আনা দুই লিটার কেরোসিন গাযে ঢেলে নিজ শরীরের আগুন ধরিযে দেয়। আগুন গায়ে ধরে গেলে সহ্যকরতে না পেরে চিৎকার দিয়ে বার্তরুমের দরজা খুলে বেরিয়ে এসে মেঝেতে পরে যায়। এসময় ক্লিনিকের লোকজন এসে গ্যাস দিয়ে সাজেদা আক্তারের আগুন নেভায়।

সাজেদা আক্তারের বড়ভাই মনির হোসেন বলেন, পারিবারিক কলহের কারনে আমার বোন মানসিক চিন্তাগ্রস্থ ছিল তবে কি কারনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে চাইল তা বুঝতে পাররাম না। সাজেদার শরীরের মুখসহ বেশীরভাগ অংশ পুরে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পপুরার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের ম্যানেজার মনঞ্জুর আলম বলেন, আমি চিৎকার হুরাহুড়ি শুনে রুম থেকে বেরিযে এসে দেখি এক মহিলা বার্থরুমে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। সে আমাদের রোগী না। পরিকল্পনা করে ব্যাগে করে কেরোসিন ও ম্যাচ এনে আত্মহত্যা করতে চেয়ে ছিল।

এব্যাপারে হারুন অর রশিদ বলেন, সাজেদা আক্তার মানসিক রোগী। এ সপ্তাহে ওর ডেলিভারী হওয়ার কথা।এঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। মানসিক যন্ত্রনায় হয়তো আত্মহত্যা করতে চেয়েছে।

ক্রাইমভিশণ

Leave a Reply