মুন্সীগঞ্জ গজারিয়ায় সোনালী মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২ টার দিকে গজারিয়া ঘাট থেকে এলাকার শত শত নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে শেষ হয়।
এ সময় পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে স্লোগান দেয়। পরে তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধন করে তারা। গত ১১ জুন ২০১৫ শম্পা আক্তার কতিপয় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এই ব্যানারে এসব র্কমসূচি পালন করা হয়।
নিহত শম্পার মামা মো. নাসির জানান, শম্পার হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না। তারা আমাদের আরও ভয় দেখাচ্ছে। তাই এ হত্যাকারীদের ফাঁসি চাই। শুহেলী সাবেহার সমন্বয়ে এই র্কমসূচি পালন করা হয়। গজারিয়া তদন্ত কেন্দ্রের উপরিদর্শক ( এস আই) মাসসুদ দোহা জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যে সব আসামি পলাতক রয়েছে তাদের খুঁজে বের করা হচ্ছে।
ঢাকাটাইমস
Leave a Reply