মোঃ আমিরুল ইসলাম নয়ন: বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদীকে আমরা দিয়েছি মায়ের সম্মান আর মাতৃতুল্যা নদী এদেশের বিকাশ , উন্নয়নের রেখেছে বিশেষ অবদান। প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের পুরোটাই এক সময় পানির নীচে ছিল। ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী শাখা প্রশাখায় ভাগ হয়ে বিপুল পরিমাণে পলি বয়ে এনে স্থানে স্থানে উঁচু ভুমি তৈরি করে। নদীর পাড়ের সেই উঁচু ভূমি গুলোকে কেন্দ্র করে প্রথমে জনবসতি, বাণিজ্যিক কেন্দ্র, পরে নগরায়ণ ঘটে।
বাংলাদেশর প্রায় শতকরা ২০ ভাগ মানুষ চরাঞ্চলে বসবাস করে। এই বিশভাগ লোক কৃষিকাজ ও মৎস্য আহরণসহ কোন না কোন ভাবে নদীর উপর নির্ভর করে জীবনধারণ করে । কিন্তু দ্রুত হারে নগারায়ণ, অধিক জনসংখ্যা, কিছু স্বার্থনেস্বী মানুষের লোভ লালসা, নদীর উপর বিরূপ প্রভাব ফেলায় নদীগুলোর অস্তিত্ব বিনাশের উপক্রম হয়েছে। একের পর এক বাংলাদেশের মানচিএ থেকে হারিয়ে যাচ্ছে নদী। আর যে নদী গুলো তাদের যৌবনের স্রোত হারিয়ে আজো ঠিকে আছে তাও হয়ে যাচ্ছে দূষিত। শহর ও মফস্বলে নদী দূষণ এখন একটি সর্বগ্রাসী সমস্যা। এক শ্রেণির মানুষের হঠাৎ আয়বৃদ্ধির আকাক্ষা নদী দূষণের অন্যতম কারণ।
সব মিলিয়ে নদী দূষণে আমাদের দেশে বছরে প্রায় ২০,০০০ কোটি টন টাকার মাছ উৎপাদন কম হয়। ঢাকার আশেপাশের তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, ও টঙ্গী খালের দূষণ অবর্ণনীয়।
এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকা ওয়াসা মহানগরীর প্রতিদিনকার উৎপাদিত ১.৮ বিলিয়ন কিউবিক মিটার পয়ঃবর্জ্যের মাত্র ০.১২ বিলিয়ন কিউবিক মিটার পয়ঃবর্জ্য শোধন করে (২০০৮)। এই পরিমাণ মোট চাহিদার ৭% এরও কম। নগরীর অবশিষ্ট পয়ঃবর্জ্য শোধন না করে নদীতে ফেলার ফলে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকার নদীগুলি দূষিত ও জলজ প্রাণীস¤পদ বর্জিত হয়ে গেছে। এই দূষণ নদীর মাধ্যমে ছড়িয়ে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সর্বত্র এবং নিকটবর্তী মেঘনা নদীর মাছ প্রায় নিঃশেষ করে দিয়েছে। মুন্সীগঞ্জ জেলার দূষিত নদীর কাতারে সম্প্রতি যুক্ত হয়েছে আরেকটি নদী নাম, কাজলা।
কাজলা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা ম্যানজ-ফি পেপার মিলস এর বর্জ্যে দূষিত নদী হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহের ধারা, দেখলে মনে হবে যেন কৃত্রিক চর জেগেছে কাজলার বুকে। কাজলা নদী বাউশিয়া ইউনিয়নের নয়টি গ্রামের মধ্য দিয়ে প্রবাহমান নদী, যাকে ঘিরে লক্ষাধিক মানুষের বসবাস। এ নদীর পানি এলাকাবাসীর নিত্যদিনের গৃহস্থালির কাজ ও সেচ কাজে ব্যবহার হয়।
কিন্তু ম্যানজ-ফি পেপার মিলস এর বর্জ্যে এর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য নদীতে ফেলার কারণে দূষিত হচ্ছে নদীর পানি,ধ্বংস হচ্ছে মৎস্য ও জলজ প্রাণীকুল। অত্যন্ত বিষাক্ত এক পানি ব্যবহারে মানুষ আক্রান্ত হচ্ছে নানা প্রকার রোগে যা মহামারীর আকার ধারণ করতে পারে। কাজলা নদীতে দূষণের হাত থেকে বাচাতে হয়েছে কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সভা হলেও বন্ধ হয়নি দূষণ। এলাকার কিছু প্রভাবশালী লোক আর প্রশাসনকে হাতে নিয়ে উল্টা প্রতিবাদকারী লোকদের দেখানো হচ্ছে নানা ভয় ভীতি।
অথচ নদীর অবৈধ দখল, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসাবে গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার একটি কমিশনগঠন ও আইন প্রনয়ণ করা হয়েছে
কমিশনের কার্যাবলী নিুরুপ:
কমিশন নিুবর্ণিত সকল বা যে কোন কার্যাবলি স¤পাদন করিবে, যথাঃ
(ক) নদীর সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগের কার্যাবলির মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে সরকারকে সুপারিশ করা;
(খ) নদী অবৈধ দখলমুক্ত এবং পুনঃদখল রোধ করার বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা;
(গ) নদী এবং নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সরকারকে সুপারিশ প্রদান করা;
(ঘ) নদীর পানি দূষণমুক্ত রাখার বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা;
(ঙ) বিলুপ্ত বা মৃত প্রায় নদী খননের বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা;
(চ) নদী সংক্রান্ত তথ্য ভান্ডার উন্নয়নকরণে সরকারকে সুপারিশ প্রদান করা;
(ছ) নদী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সরকারের নিকট যে কোন সুপারিশ করা;
(জ) নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারকে সুপারিশ প্রদান করা;
(ঝ) নদী রক্ষাকল্পে স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান করা;
(ঞ) নদী রক্ষার্থে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা;
(ট) নিয়মিত পরিদর্শন এবং নদী রক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণক্রমে সুপারিশ প্রদান করা;
(ঠ) নদী রক্ষা সংশ্লিষ্ট বিদ্যমান বিভিন্ন আইন ও নীতিমালার ব্যবহারিক প্রয়োগ পর্যালোচনাক্রমে ও প্রয়োজনবোধে উক্ত আইন ও নীতিমালা সংশোধনের জন্য সরকারকে সুপারিশ করা;
(ড) দেশের খাল, জলাশয় এবং সমুদ্র-উপকূল দখল ও দূষণমুক্ত রাখিবার বিষয়ে সরকারকে সুপারিশ করা ।
এক্ষেএে প্রণীত আইন আর কমিশন যে কোন ভূমিকাই রাখেনি এই এই নদীর দূষণ রোধের জন্য তা আর বলার অপেক্ষা রাখে না ।
এদেশ জনগণের কোন শিল্প প্রতিষ্ঠান বা কোন লোকের নয় ।তাই জনদাবি মেনে জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে সরকার দ্রুতই ব্যবস্থা নিবে এই নদীকে দূষণের কবল থেকে রক্ষা করতে। অন্যথায় মৃত নদীর কাতার হয়তো যোগ হবে এই নদীর নাম ।
এফএনএস
Leave a Reply