জেলার নাম বিক্রমপুর করার দাবি জানালেন লেনিন

সুব্রত মন্ডল: মুন্সীগঞ্জ জেলার নাম পরিবর্তন করে বিক্রমপুর করার দাবি জানিছেন বাংলাদেশ আও্য়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ড. নূহ -উল-আলম লেনিন।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিক্রমপুর -মুন্সীগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান অগ্রসর বিক্রমপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নূহ-উল- আলম লেনিন ।

তিনি বলেন, বিক্রমপুরের ঐহিত্যর নাম বিশ্বব্যাপী পরিচিত । এ অঞ্চলের দেড় হাজার বছরের পুরানো সভ্যতা মাটির নিচে নাগেশ্বরীতে পাওয়া গেছে । যা অতীত বাংলার সংস্কৃতি বিষয়ে জ্ঞানার্থী শিক্ষার্থীদের জ্ঞান দানে সহায়ক হবে ।

বিক্রমপুরের ১০ হাজার বইয়ের সমৃদ্ধ একটি লাইব্রেরীর পক্ষ থেকে ফিলোশিপ গ্রহণে আগ্রহী গবেষকদের ফিলোশিফ দেওয়ার ঘোষণা দেন এ প্রবীন রাজনৈতিক ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বায়ক আবু তাহের ও সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।

জবি আবৃত্তি সংসদের সাংগঠনিক সম্পাদক গোলাম কবিরের সঞ্চালনায় ও বিক্রমপুর জবি বিক্রমপুর মুন্সীগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল আমিনের সভাপতিত্বে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিক্রমপুরের ঐতিহ্য সংরক্ষণে এ অঞ্চলের তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির বলেন, ঐতিহ্য বিক্রমপুরের দরিদ্র শিক্ষার্থীদের অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ছাড়ে পড়ালেখা করার সুযোগ দিবে। প্রয়োজনে বিনাবেতন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দেন অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ট্রাস্টি সদস্য ।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এম আব্দুর রহমান জীবন, উপ- সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ ।

Leave a Reply