মোবাইল ফোনের রেজিষ্ট্রেশন বিহীন সিম কার্ড বিক্রি !

রাজীব হোসেন বাবু: সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্বেও মুন্সীগঞ্জের বিভিন্ন ফুটপাতে বসে রেজিষ্ট্রেশন বিহীন মোবাইলের সিম কার্ড বিক্রির পসরা বসছে। আর এ সব সিম কার্ড মিলছে মাত্র ৬০ টাকা থেকে ৭০ টাকায়। ক্রেতার দৃৃষ্টি আকর্ষন করতে মোবাইল ফোন কোম্পানী গুলো দিচ্ছে লোভনীয় সব অফার।

আনলিমিটেড কিংবা ৬০-৭০ টাকার সিম কার্ডে শত টাকার বোনাস পাওয়ার লোভনীয় অফারে সেই সব সিম কেনায় ঝুকছে তরুন-তরুনীরা।

সহজলভ্য হওয়ায় এ সব রেজিষ্ট্রেশন বিহীন সিম কার্য যে অপরাধী চক্রের হাতে যাবে না-তা কেউই নিশ্চিত করে বলতে পারবেন না। এ কারনে ফুটপাতে মোবাইল ফোন সিম কার্ড বিক্রির বাজার বেশ ভালোই জমে উঠেছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে জেলা শহরের পুরাতন কাচারী চত্বরে ফুটপাতে বসে মোবাইল ফোন কোম্পানী গ্রামীন ফোনকে রেজিষ্ট্রেশন বিহীন সিম কার্ড বিক্রি করতে দেখা গেছে।

এ সময় গ্রামীন ফোন কোম্পানীর সদর উপজেলার পরিবেশক সোহাগ জানান, কোম্পানীর পক্ষ থেকে সিম কার্ড বিক্রি করতে বলা হয়েছে-তাই ফুটপাতে বসেও সিম কার্ড বিক্রি করছি।

শহর-শহরতলীর প্রায় ১০ টি স্থানে ফুটপাতে এ সব সিম কার্ড বিক্রির পসরা বসে থাকে। একেকটি স্থানে প্রতিদিন শতাধিক সিম কার্ড বিক্রি হয়ে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ওসি মো: ইউনুচ আলী বলেন- বিষয়টি আমার নজরে রয়েছে। যে কোন সময়ে রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ সিম কার্ড বিক্রির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজগার্ডেন

Leave a Reply