রাজনীতি: দেশ দুই দলের কাছে জিম্মি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেছেন, দেশ আজ দুই দলের কাছে জিম্মি। মানুষ এখন এই দুই দলের হাত থেকে মুক্তি চায়। আর জনগণকে এই মুক্তি দিতে পারে একমাত্র জাতীয় পার্টি। কেননা, এদেশের সত্যিকারের উন্নয়ন যা হয়েছে একমাত্র এরশাদের সময়েই হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মীর আব্দুস সবুর আসুদ এ মন্তব্য করেন। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, সাবেক জেলা পরিষদ সদস্য ও সংসদ সদস্য জামাল হোসেন প্রমুখ।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, বিএনপি-আওয়ামী লীগ দুই দলের রাজনীতি গলাবাজি, দুর্নীতি, দুঃশাসন ও তাদের দলীয় অন্তর্কোন্দলের মধ্যেই সীমাবদ্ধ। এই দুই দল অতীতেও জনগণকে কিছু দিতে পারেনি। ভবিষ্যতে দেবে বলেও আশা করা যায় না। দুই দলের হাত থেকে মুক্তির জন্য জাপাকে ক্ষমতায় নিতে হবে।

মানবকণ্ঠ

Leave a Reply