অমানবিক : সোনালী ব্যাংক সদর শাখায় অমানবিক কান্ড!

যত বড় কর্মকর্তা হোক না কেন অবসরগ্রহণের পর তার আর দাম থাকে না। বড়ই অবহেলার পাত্র হয়ে পড়েন অবসরগহণকারী বৃদ্ধ মানুষ এ সমাজে। কাউন্টারের স্বল্পতার কারণ দেখিয়ে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ভবনের বাইরে লাইন দিতে হচ্ছে পেনশনারদের। ভবনের দক্ষিণপাশের একটি জানালা দিয়ে পেনশনের টাকা দিচ্ছে সোনালী ব্যাংক।রোজার দিন প্রচন্ড রোদের মধ্যে বৃদ্ধ নারী-পুরুষকে পেনশনের টাকার জন্য লাইন দিতে হয়েছে। অনেকে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, টাকা তোলার ভার নিকট আত্মীয়কে দিয়ে।

গত ২ দিন ধরে এ ব্যবস্থা চালু হয়েছে। এদিকে সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী সোমবার রোদের মধ্যে দাঁড়িয়ে পেনশন নিয়েছেন। তিনি এ ব্যাপরে অভিযোগ করেছেন ব্যাংক কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোন সুরাহা হয়নি।এ ব্যাপারে সোনালী ব্যাংকের এজিএম মনিরুজ্জানকে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, এই ব্যাংকের প্রচার ভীড়। চাপ সামাল দেয়ার জন্য সাময়িক এ ব্যবস্থা করা হয়েছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply