ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জে ঢাকাগামী বাস ও সিএনজি ভাড়া বেড়ে গেছে। বৃস্পতিবার থেকে বাস মালিকরা ভাড়া বারিয়ে দিয়েছে। এর ফলে বাস যাত্রীরা বিপাকে পড়েছে। ঢাকা থেকে মুন্সীগঞ্জের বাস ভাড়া হচ্ছে ৬০ টাকা। আর এখন টিকিট দিয়ে ১০০ টাকা করে বাস ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। ঈদকে সামনে রেখে বাস মালিকদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ বাসের যাত্রীরা।
দীঘিরপার ট্রান্সপোর্ট লাইন রীতিমত চাঁদাবাজিতে নেমেছে। ট্রান্সপোর্ট ব্যাবসায় শহরে একমাত্র হওয়ায় যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে অযৌক্তিক ভাড়া। এ বিষয়টি আসলে দেখার কেউ নেই। কোন ঘোষণা ছাড়া হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষরা ঈদে বাড়ি ফিরতে গিয়ে হিমসিম খাচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ভাড়ার চাঁদাবাজিতে বাস মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে।
অপরদিকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি গুলোও ঈদের অজুহাতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে।
গত ঈদগুলোতে একইভাবে জুলুমের রাজত্ব চালিয়েছে যাত্রীবাহী বাস ও সিএনজিগুলো। অথচ প্রশাসনের নাকের ডোগায় এ ধরনের কর্মকান্ড হলেও তারা রহস্যজনক ভূমিকা পালন করছে। এ বিষয়টি আসলে দেখার যেন কেউ নেই।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply